Honda Life

HONDA LIFE SAFETY EVENT: Accident Experience-4

১০/০৯/২১ রোজ শুক্রবার অফিস ছুটি থাকায়, অফিস কলিগরা মিলে কিশোরগঞ্জ মিঠামইন যায়,মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে হঠাৎ একটি লোক কোন দিকে না তাকিয়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়, তখন আমার বাইক আনোমানিক 60/70km speed এ ছিল। লোকটির দৌড় দেওয়া দেখে আমি গাভরে যায়! কারণ তখন ব্রেক করে বাইক কন্ট্রোল করার মত দূরত্ব ছিল না! আর ডান দিক থেকেও গাড়ি আসছিল! তখন যত টুকু সম্ভব আমি বাম দিকে চাপাই, তার পরেও রক্ষা পাইনি। লোকটি এসে বাইকের সাথে বাড়ি খায়! তার পরে আমার আর কিছু মনে নেই।

প্রায় ১৫ মিনিট জ্ঞান হারিয়ে রাস্তায় পরে থাকি, লোকজন এসে মাথায় পানি ডালার পর আমার জ্ঞান যদিও ফেরে কিন্তু তখন আমি অনেক চেষ্টা করেও আমার নাম কি, কোথায় এসেছি, কেন এসেছি কিছুই মনে করতে পারছিলাম না! কিন্তু এটা বুঝতে পারছিলাম যে মাথায় হেলমেট না থাকলে হয়তো আর বেঁচে থাকতাম না! সামনের দুটো দাঁত ভেঙে গেছে আরো দুইটা নড়তেছে, বুকে প্রচণ্ড ব্যথা পাইছি, এবং হাত ও পায়ের বিভিন্ন জায়গায় ছিলে গেছে। পায়ে কেডস পরা ছিল তার পরেও কেডস ছিঁড়ে গিয়েও পা ছিলে গেছে! এত ভয়ংকর এক্সিডেন্ট আমার জীবনে এই প্রথম। কোন ভাবেই এই ভয়ংকর দৃশ্য ভুলতে পারছি না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে উনার দয়ায় এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। শিক্ষনীয় বিষয়: হেলমেট সহ সকল প্রকার সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে, এবং সর্বোচ্চ সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে। এটা বলতে পারেন সকল বাইকার দের প্রতি আমার অনুরোধ

লিখেছেনঃ মামুন আহমেদ


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *