২০২০ এর আনুমানিক সেপ্টেম্বর বা অক্টোবরের কোন এক শুক্রবার মাঠে খেলার জন্য যাচ্ছিলাম মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশের মাঠ, গোলারটেকে। দূর্ঘটনার স্থানঃ মিরপুর শাহ আলী মাজারের মোড়ে। প্রথমেই উল্লেখ্য যে, আমি তখন ১/২ মাস ধরে শিখছি বাইক চালানো এবং স্বভাবতই তখন হাইড্রলিক ব্রেক বেশি ব্যবহার করতাম।
তো, একে তো নতুন নতুন চালাই তার উপর ৩জন যাচ্ছিলাম, তার উপর সকাল সকাল বৃষ্টি হয়েছিল। মাজারের মোড়ের কিছু আগে থেকেই হাল্কা হাল্কা করে গতি (যদিও খুব বেশি গতি ছিল না) কমাচ্ছিলাম মোড়ের কাছাকাছি যেতে যেতেই কেউ একজন দৌড় দিছিলো তাই আমি হাইড্রলিক ব্রেক চাপ দিলাম তখন কেন জানি ব্রেক ধরলো না তাই আবার ব্রেক করলাম সাথে সাথে বাইক স্কিড করে ছেছড়ায় বাড়ি খেলাম আইল্যান্ডের মাথায়। বরাবর আমার মাথার তালু গিয়ে ঐখানে লাগছে।
আল্লাহর ইচ্ছায় ঐদিন হেলমেট পড়ায় আজকে জীবিত আছি। আমার আর সাথের জনদের হাত, পা ছিলে গেছিলো, আল্লাহ আমাদের বাচায়ছে বড় ঘটনা থেকে। এখানে নিজের তখনকার অদক্ষতা সাথে আরো কিছু কারন মিলিয়ে দূর্ঘটনাটি হয়েছে। শিক্ষা হলো এরপর থেকে ব্রেকের ব্যবহারটা বুঝতে পেরেছি, বৃষ্টির সময় সঠিক এবং কম গতিতে চালানোর ব্যাপার বুঝতে শিখেছি।
লিখেছেনঃ Md. Omar Faroque Miran