বাইক দূর্ঘটনার তারিখ ১৯শে জুলাই ২০২১। আমার বাড়ি নড়াইল হওয়াতে আমি প্রাই শেষ ২বছর যাবত বাইক নিয়ে যাওয়া আশা করি। শেষ গত কোরবানির ঈদের আগে ১৯জুলাই- ২১, আমি আমার বাইক রানার কাইট প্লাস (স্কুটি) নিয়ে বাড়ির দিকে রওনা দেই, লকডাউন থাকায় আমি এই ছোট গাড়ি নিয়ে যাওয়া আশা করতাম। আমি যেখানে দূর্ঘটনার শিকর হয় সেটা ছিল লোহাগড়া টু নড়াইলের রাস্তা, গাজিপুর থেকে নড়াইল যাওয়ার পথে।
তখন আনুমানিক রাত ৯:৩০ বাজে, আমার গাড়ির গতি ছিল 65/70, গাড়ি চালাতে চালাতে হঠাৎ একটু অন্য আনমনা হয়ে পড়েছিলাস, তখন দেখি আমার ৫ হাত সামনে বিশাল একটা ভিট, সেই ভিটে অবশ্য কোনো সিম্বল ছিল না, আর ভিটটা এতই কাছে ছিল যে ইমার্জেন্সি ব্রেক করলেও কাজ হবে না, তার পর যা হবার তাই হল!! চিৎপটাং হয়ে রাস্তার মাঝে পড়লাম।হাত পায়ের অনেক যায়গায় অনেকটা জখম হলো, রাস্তার পাশের লোকজন ধরে উঠালে, এবং পাশের একটা ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিলাম। একন কথা হলো আমার দূর্ঘটনার জন্য বআমি নিজেই দায়ী, গাড়ি চালানোর সময় আমার অনমনা হওয়া একদমই উচিত হয় নাই।
লিখেছেনঃ মোঃ মাসুম বিল্লাহ্