বর্তমান সময়ে ব্যাপক হারে মানুষজন মোটরসাইকেল কিনছে। ঢাকা শহরেও মোটর সাইকেলের ব্যবহার বেড়েই চলেছে। নতুন যারা বাইক কিনেছেন/কিনবেন তাদের জন্যই মূলত এই Tips গুলো।
মাথায় রাখেন মাত্র কয়েকটা TIPS। হয়ত দুর্ঘটনা থেকে বাঁচবেন নয়ত ক্ষয় ক্ষতি কম হবে।
১. আপনার বাইক আর আপনার ক্ষমতা কত টুকু, সেটা বুঝে নিন,কন্ট্রোলিং এর ক্ষেত্রে আপনার আর বাইকের রেশিও সমান সমান না হলে ভাগ্য ভাল নাও হতে পারে।
২. যে স্পিডেই থাকেন,কমপক্ষে ৩ সেকেন্ডের দূরত্ব বজায় রাখেন সামনের ছুটে চলা গাড়ি থেকে।
৩. ওভারটেক করার সময় লুুকিং গ্লাসে পেছনের গাড়ির দূরত্ব আন্দাজ করে নিন। তারপর সামনের ডান পাশ দিয়ে আগত গাড়ি দেখে নিন। যদি ডান পাশ দিয়ে আগত গাড়ি ২০ সেকেন্ড দূরত্বে থাকে আর পেছনের গাড়ি ১০ সেকেন্ড দূরত্বে থাকে, মারেন টান, ইন্ডিকেটর অন করে একটা লম্বা হর্ন বাজিয়ে।
৪. যেটাই করতে চান সবাইকে জানিয়ে করেন। মানে হল, মোড় ঘুরবে তো সিগনাল দেন। ওভারটেক করতে চান তো সামনের গাড়িকে বুঝিয়ে করেন।
৫. প্রয়োজনে বাই-সাইকেল কেউ সাইড দেন। কুকুর ছাগলের কথা আর নাই বা বললাম।
৬. দু-ব্রেক একসাথে ব্যবহার করা শিখতে হবে। পারলে ইঞ্জিন ব্রেকও।
৭. চেনা হোক আর অচেনা হোক। রাস্তায় জ্যাম থাকুক আর না থাকুক, কোন অন্ধকোনের রাস্তায় ওভারটেক করা যাবে না।
৮. বড় বাক ঘোরার সময় ৬০কিমি স্পিডের ওপর নয়। যতই বীর বাহাদুর হোন। মা-বাবার কাছে আপনি সব সময় ছোট্ট আদরের সন্তান।
৯. রাস্তায় কখনও প্রতিযোগিতা নয়, ওভারটেক করে ক্রেডিট নেয়া নয়, ট্রাফিক সিগনাল অমান্য নয়, দ্রুত পৌঁছান কোন ক্রেডিট নয় যদি এক্সিডেন্ট করেন, কোন ক্ষতি ছাড়া ঘরে ফেরাই সবচেয়ে বড় ক্রেডিট।
১০. ধৈর্য্য হারা হয়ে বাইক চালনো নয়। অতি খুশি বা রেগে বাইক চালানো নয়। চালাতে পারেন যদি উপরের ৯টা পয়েন্ট মানতে পারেন। মনে রাখবেন, বেশির ভাগ এক্সিডেন্ট হয়, অন্যের অসচেতনাতার জন্যে বা আপনার আসিদ্ধান্ত্ব পেছনের/সামনের গাড়ির ড্রাইভার না বোঝার জন্যে।
ভাল থেকেন সাবাই। যার যতটুকু আছে, ততটুকু সেফটি গার্ড আর হেলমেট পড়ার অভ্যাস করুন।
আশা করি এই Tips গুলো মাথায় রাখলে অনাকাংখিত দূর্ঘটনা গুলো এড়িয়ে চলতে পারবেন।
Don’t try be smart by over speeding. Smartness is how smartly you are following the traffic rules….
#MotorcycleridingTips
লিখেছেনঃ S. M. Rezoan Hasan
Really it’s helpful tips.